শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী স্কুলে বৃক্ষরোপন রোটারী ক্লাবের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৭, ২৬ অক্টোবর ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী স্কুলে বৃক্ষরোপন রোটারী ক্লাবের

ফাইল ছবি

রোটারী ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে ফেনীর দ্বাগনভূইয়া জায়লষ্কর উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত টয়লেট দুটি পুর্ননির্মান এবং বিদ্যালয়ের চারপাশে একশত চারাগাছ রোপন করা হয়।

শনিবার ২৬ অক্টোবর বৃক্ষরোপনে শিক্ষার্থী পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ মেম্বার ইব্রাহিম রাজু, সেক্রেটারী এড: ধনঞ্জয় গুহ জয়, জয়েন্ট সেক্রেটারী দিদার খন্দকার, প্রজেক্ট চেয়ার কাজী শাহিন, কো-চেয়ার আবু উমর সিদ্দিক নুর, মজিবুর রহমান, সদস্য সাজেদা মুন্নী, মাসুদ রানা ও রিসাদ আহমেদ। প্রোগ্রাম শেষে ফেলোশীপ করার জন্য পতেঙ্গা বীচে আনন্দ করে নারায়ণগঞ্জ এ চলে আসি।

আরো পড়ুন