শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

|

আশ্বিন ৭ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মোবাইল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩

মোবাইল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মোবাইল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান রনি (১৪) নামের এক  ছেলের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের  দাবুরপুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রনি ওই গ্রামের  আনোয়ার হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রনি তার মা এর সাথে মোবাইল ফোন ক্রয় করে দেয়া নিয়ে অভিমান করে । অভিমানের এক পর্যায়ে ফোন কিনে না দেয়ায় সকলের অগোচরে বসত ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রনি। পরে থানায় খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।