
প্রতীকী ছবি
বন্দরে আধিপত্য বিস্তার ও যুবদল কমিটি গঠন করাকে কেন্দ্র করে যুবদল নেতা সাহাদাত হোসেন(৪০)কে ডেকে নিয়ে একটি অফিসে আটক রেখে হাতুড়ি পেটা করে জখম করার অভিযোগ পাওয়া গেছে নব্য যুবদল নেতা ও বহু অপকর্মের হোতা দ্বীন ইসলামের বিরুদ্ধে।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিওধরা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আহত বিএনপি নেতা সাহাদাতকে দেখতে এসে মহানগর বিএনপি সভাপতি এ্যাড শাখাওয়াত হোসেন খান বলেন, অত্যন্ত দু:খ জনক আমাদের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দেওয়া এক বিএনপি নেতাকে লাঞ্চিত করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ও আইনীভাবে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুল ওয়ার্ড ভিত্তিক পূর্নাঙ্গ কমিটি করতে ৫নং ওয়ার্ড কমিটির দায়িত্ব দেন সাহাদাতের কাছে। বিএনপি নেতা সাহাদাত ওয়ার্ড ভিত্তিক একটি কমিটির তালিকা করেন। কমিটিতে আধিপত্য বিস্তারের জন্য একই এলাকার যুবদল নেতা দ্বীন ইসলামের নেতৃত্বে ৮/১০ জনের একটি বাহিনী বিএনপি নেতা সাহাদাতকে তাদের অফিসে বসিয়ে রাখে এ সময় বাদশা নামে এক সন্ত্রাসী সুইচ গিয়ার বের করে ভয়ভীতি দেখায়। পরে তারা সাহাদাতকে হাতুরী দিয়ে পিটিয়ে মারাত্নক জখম করে। সাহাদাতের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে গুরুতর আহত তাকে উদ্ধার করে বন্দর উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নারয়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বিএনপির এক মারধরের মারধরের কথা শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করবো।