বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫১, ২৩ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপালদী পৌরসভার মোল্লারচর বাজার সংলগ্ন কলমাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম দুলাল মিয়া (৬০)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আলতাব আলীর ছেলে। বর্তমানে তিনি গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া এলাকায় জনৈক মিজানের বাড়িতে ভাড়ায় থাকতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুবাহী একটি ট্রাকের দ্রুতগতিতে বালু নিয়ে যাওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটো চালক দুলাল  গুরুতর আহত হন। 
স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুলাল মিয়া মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার  নাসির উদ্দিন জানান, গাড়িটি আটক করা হয়েছে। অটো চালক পালিয়ে গেছে।