রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৪, ২৬ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লিমা আক্তার (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের পুলের সন্নিকটে কবরস্থানের পাশে জনৈক হযরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত লিমা আক্তার (২৬) পটুয়াখালী জেলার সদর থানার আব্দুর রব শিকদারের মেয়ে।

জানা যায়, দুপুরে গৃহিণী লিমা তার ভাড়া বাসায় বসবাসরত কক্ষের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আশপাশের প্রতিবেশীরা বাহির থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ দেয়। তবে এসময় তার পা বিছানার সাথে লেগে ছিলো। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।