শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অগ্নিদগ্ধ গৃহবধূ মরিয়ম নিহতের ঘটনায় স্বামী মামুন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১৩, ২৪ নভেম্বর ২০২২

বন্দরে অগ্নিদগ্ধ গৃহবধূ মরিয়ম নিহতের ঘটনায় স্বামী মামুন গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে পারিবারিক কলহের জের ধরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ  মরিয়ম (২২) মৃত্যু বরণের ঘটনায় থানায় আত্মহত্যা প্ররোচনা আইনে মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে আত্মহত্যাকারি গৃহবধূর পিতা কাঞ্চন মিয়া বাদী হয়ে আটককৃত পাষান্ড স্বামী মামুনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৯(১১)২২ ধারা- ৩০৬ পেনাল কোড-১৮৬০ । গ্রেপ্তারকৃত স্বামী মামুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার শুক্কুর আলী মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত পাষান্ড স্বামীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে। 

মামলা তথ্য সূত্রে জানা গেছে, গত ৭ মাস পূর্বে শহরের ১নং বাবুরাইলস্থ আম বাগান এলাকার কাঞ্চন মিয়ার মেয়ে মরিয়ম বেগমের সাথে বন্দর উপজেলার কল্যান্দী এলাকার শুক্কুর আলী ছেলে মামুনের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর হইতে উল্লেখিত স্বামী/স্ত্রী বন্দর রাজবাড়ী এলাকার  জনৈক আনোয়ার মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। স্বামী মামুন প্রায় সময়ে তার স্ত্রী মরিয়ম বেগমের সাথে কারনে বা অকারনে ঝগড়া বিবাদের লিপ্ত থাকত। গৃহবধূ মরিয়মের মা প্রবাসে থাকার সুবাদে স্বামী মামুন মিয়া প্রায় সময় তার শ^াশুড়ী কাছ থেকে টাকা পয়সা চাইত। এর ধারাবাহিকতায় গত সোমবার (২১ নভেম্বর) রাতে ১১টায় উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে পাষান্ড স্বামী মামুনের সাথে টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পয়ায়ে গৃহবধূ মরিয়ম বেগম ক্ষিপ্ত হয়ে স্বামীর সাথে অভিমান করে স্টোভের মধ্যে রক্ষিত কেরসিন তেল শরীরে ঢেলে আগুন লাগালে মুহুর্তে মধ্যে পুরো শরীর দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঘটনার ওই  রাত ১২টায় ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মরিয়ম মৃত্যু বরণ করে। এ ঘটনায় পুলিশ গত মঙ্গলবার দুপুরে বন্দর রাজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাষান্ড স্বামী মামুনকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।