প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ৮ টি খাসির মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১ টায় আদমজী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করে আদমজী ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, গতকাল মধ্যরাতে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের খাসির খামারে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১ টার দিকে খবর পেলে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ওই খামারের ৮টি খাসি পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।