
অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) উপজেলার গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে একটি গ্যাস গান, একটি শর্ট গান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে।