রোববার, ২০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপায়ন মসজিদে প্রভাব বিস্তারে হাতুড়ি হাতে হামলা, ভিডিও ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৯, ২১ মার্চ ২০২৫

রূপায়ন মসজিদে প্রভাব বিস্তারে হাতুড়ি হাতে হামলা, ভিডিও ভাইরাল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুইগড় রূপায়ন টাউনের মসজিদে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হাতুড়ি হাতে এক গ্রুপের উপড় আরেক গ্রুপ হামলা চালিয়েছে। হামলার এ ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধীক আইডি থেকে আপলোড করা হয়। এতে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়। এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে।

হামলায় আহত এমএ হোসাইন রাজ বলেন, রূপায়ন টাউনের বাসিন্দা না হয়েও জহিরুল ইসলাম দলবল নিয়ে দীর্ঘদিন যাবত রূপায়ন মসজিদে প্রভাব বিস্তার করে কমিটি গঠন করার চেষ্টা করছে। তাদেরকে কমিটি গঠনে সহযোগিতা না করায় মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিনের অপসারনের দাবি তোলেন তারা। এরপর বৃহস্পতিবার রাতে তারাবি নামাজের পর হাতে হাতুড়ি ও রড নিয়ে দলবল সহ মসজিদে আসেন। এক পর্যায়ে মসজিদে উপস্থিত খতিবসহ মুসল্লিদের উপর হামলা চালায়। এসময় মুসল্লিরাও তাদের প্রতিহত করেন। এতে অন্তত ৫/৬ জন আহত হয়েছে। তখন আশপাশের লোকজন মসজিদের কাছে অবস্থান নিলে তারা খতিবকে মসজিদ ছাড়ার হুমকি দিয়ে চলে যায়। 

তিনি আরো বলেন, শুক্রবার জুম্মায় মুসল্লিরা খতিবকে বহাল রাখার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন। একই সাথে বহিরাগতদের প্রভাব বিস্তার থেকে মসজিদটি রক্ষার দাবী জানিয়েছে মুসল্লিরা।

অপর পক্ষের জহিরুল ইসলাম বলেন, খতিব মাওলানা জামাল উদ্দিন মসজিদে  উস্কানী মুলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলতার চেষ্টা করেন। এবিষয়ে আমরা তাকে একাধিকবার নিষেধ করেছি। তিনি আমাদের নিষেধ অমান্য করে মসজিদে গ্রুপ তৈরী করেছে। এ নিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে খতিব জামাল উদ্দিনকে অব্যাহতি দিয়ে নোটিশ পাঠালে তারা দলবল নিয়ে নোটিশ বাহককে মারধর করেন। এতে আমরা প্রতিবাদ জানালে তারা আমাদের উপর হামলা চালিয়ে মারধর করেন। তাদের হামলায় আমাদের অন্তত ৪/৫জন আহত হয়েছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি থানায় লিখিত অভিযোগ করেছেন। তাদের অভিযোগ তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।