বুধবার, ০৭ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৮, ৫ মে ২০২৫

আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২ 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। 

রোববার (৫ মে) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর  ইউনিয়নের আগুয়ানদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই ডাকাতি। এ ঘটনায় গোটা এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডাঃ আব্দুল মান্নান, মামুন, জুম্মন দাস ও তার ভাড়াটিয়া শ্রী বাবুর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যন্য মামলামাল লুটে নেয়। এ সময় ডাক্তার আব্দুল মান্নানের বাড়িতে বৃষ্টি ও আছিয়া বেগম নামের ২ জনকে আহত করে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। প্রসঙ্গত, গত এক সপ্তাহে ৬টি ডাকাতির ঘটনা ঘটে।