মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গোপালদী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ধানক্রয়ে ঘুষের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩০, ৪ আগস্ট ২০২৫

গোপালদী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ধানক্রয়ে ঘুষের অভিযোগ

ফাইল ছবি

আড়াইহাজার উপজেলার গোপালদী খাদ্য গুদামে সরকারি ধান ক্রয় কার্যক্রমে সরকারের নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত  ঘুষ ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক মো. নজরুল ইসলাম এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নজরুল ইসলাম উল্লেখ করেন, গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন সরকারি ধান সংগ্রহের জন্য কৃষকদের কাছ থেকে ঘুষ দাবি করছেন। তিনি জানান, ৩ মে:টন মণ ধান সরবরাহের জন্য তাকে ৩ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়েছে। ঘুষ দেওয়ার পর ধান গ্রহণ করা হলেও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাকে।

নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, যেসব কৃষক ঘুষ দিতে পারছেন না, তারা সরকারি ঘোষিত ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সাধারণ কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই ব্যাপারে খাদ্যগুদামে কর্মকর্তা গাজী সালাউদ্দিন জানান, আমার  বিরুদ্ধে অভিযোগটি সঠিক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।