মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে স্বাস্থ্য কর্মীর বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ৪ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে স্বাস্থ্য কর্মীর বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া নামের এক স্বাস্থ্যকর্মীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার লুটের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া একজন স্বাস্থ্য কর্মী। তার বাসা থেকেই প্রতিদিন আড়াই হাজার উপজেলায় কর্মস্থলে যাওয়া আসা করেন। স্বামী প্রবাসে থাকায় প্রতিদিনের মতো গত ৩ আগষ্ট সকালে সকালে বাড়ির দরজায় তালা দিলে উপজেলার কালাপাহাড়িয়ার ইউনিয়ন অফিসে যায়। পরবর্তীতে কর্মস্থলে ঐ বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়িতে গিয়ে বাবা-মার সাথে রাত্রীযাপন করেন। এ সুযোগে কোনো এক সময় ডাকাতদল বাড়ির গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান জানান, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।