বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫১, ২০ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি অভিযানে বারদী বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেন এবং সোনারগাঁয়ের ঝাউচর থেকে ডাকাত দলের সর্দার মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২০ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমান।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- আরিফ হোসেন (২৭) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মোঃ সানাউলপ্তাহ ছেলে এবং ডাকাত সর্দার মামুন (২৫) সোনারগাঁয়ের ঝাউচর এলাকার মৃত রমিজ উদ্দিন রসুর ছেলে।

এর আগে গতকাল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বারদী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে সোনারগাঁয়ের ঝাউচর এলাকা থেকে ডাকাত দলের সর্দার মামুনকে (২৫) গ্রেপ্তার করা হয়। মামুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় তিনটি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা ও একটি মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।