বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে পানিবন্দিদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৪, ১৯ আগস্ট ২০২৫

রূপগঞ্জে পানিবন্দিদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ 

খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার ঈদগাহ মাঠে ভুলতা, ভোলাবো, রূপগঞ্জ, দাউদপুর ইউনিয়ন ও তারাবো পৌরসভার ২হাজার ৫০০জন পানিবন্দীদের মাঝে ২ হাজার ৫ শ মেট্রিক টন চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৯আগস্ট গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগা মাঠে আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন প্রমুখ। পরে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে ১০কেজি চালসহ অনান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।