
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৩১০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪৮০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) আসামিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকায় রাজিব হোসেন কুট্টির অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসূলবাগ মাঝিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনেত ছেলে মোঃ রাজিব হোসেন কুট্টি (৩৮) এবং মৃত আকবর আলীর ছেলে মোঃ রশিদুল (৪২)।
অভিযানে রাজিব হোসেন কুট্টির কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন এবং রশিদুলের কাছ থেকে ১১০ পুড়িয়া হেরোইনসহ মাদক বিক্রির নগদ ১৫,৪৮০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।