
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে টেক্সটাইল ব্যবসায়ী হাজী মো: ছানা উল্লাহকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শ্রীনিবাসদী গ্রামে এই ঘটনা ঘটে। ছানানাউল্লাহকে আশংকা জনক অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্ব শুক্রতার জের ধরে ওই গ্রামের আকতার, আবু কালাম, আমিরসহ আরো ১৫/২০ জনে মিলে সালমদী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে পূর্ব শুত্রুতার জের ধরে ছানাউল্লাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু আহত করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করেন।
তার স্ত্রী পারভিন অভিযোগ করেন, তার একটি পা সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে এবং একটি হাত ভেঙ্গে দিয়েছে। তার সারা শরীরেই আঘাত করা হয়েছে। তাদের দাবীকৃত ২০ লাখ টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমাদের দল এই সকল ঘটনা সমর্থন করে না। হামলাকারীরা বিএনপির কেউ না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।