মোটরসাইকেল আরোহী আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল দশটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা-গাউছিয়া ফ্লাইওভারের সিলেটগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- রূপগঞ্জের সওঘাট এলাকার আলমগীরের ছেলে নিলয়(১৭) ও আলামিনের ছেলে মুসা(১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ফ্লাইওভারের আইল্যান্ডের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক ও একজন আরোহী গুরুতর আহত হন। পরে স্থামীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়।
ভূলতা হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

