মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৬, ২ ডিসেম্বর ২০২৫

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ - সিদ্ধিরগঞ্জ  আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা  নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমানের  সার্বিক তত্ত্বাবধানে 

নোয়াগাঁও  ইউনিয়নের পরমেশ্বরী  কাওমী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে  মাদ্রাসাছাত্র ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।  নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান। পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান সেন্টু। 
উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ ওমর ফারুক,  সোনারগাঁ উপজেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মোঃ আমির হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন নাসু। ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মনির হোসেন, হাজী শহিদুল্লাহ, আমিনুল ইসলাম, গোলজার হোসেন, দেলোয়ার, সানাউল্লাহ প্রধান, বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আঃ হালিম মেম্বার সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদ মাস্টার, উপজেলা ক্রিয়া বিষয়ক সম্পাদক করিম রহমানসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি ও সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।