বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণ করার অভিযোগে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৪, ৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণ করার অভিযোগে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগে বুনন ডাইং নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার, গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেৃতত্বে এ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন। বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে ফতুল্লার পোস্ট অফিস রোডে অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী বুনন ডাইং (পূর্বের নাম বিসমিল্লাহ টুইস্টিং/বলাকা ডাইং, আশহী ডাইং) নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার ও গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। গত ৩০ নভেম্বর একই অভিযোগে উক্ত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।