ফাইল ছবি
বন্দরে অবৈধ ভাবে জাতীয় পরিচয়পত্র করার সময় বিভিন্ন বয়সের ২০জন বহিরাগতকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টায় বন্দর উপজেলা নির্বাচন অফিস থেকে এদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাচন অফিসের সামনে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আটককৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

