রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৪, ২৫ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেফতার

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হিরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা, শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকা ও টাইগার মিল মাঠ এলাকায় একযোগে ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ ওমর ফারুকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন দেলোয়ার হোসেন (৫৬), মাসুদ রানা (২৫), মোঃ দুলাল হোসেন (৩৯), মোঃ বিজয় (৩০), মোঃ জুম্মন মোল্লা (৩০), শাকিল (২৮), মোঃ হৃদয় (১৬), মোঃ হৃদয় (১৮), আলেয়া বেগম (৬০), মোসাঃ ফারজানা আক্তার (২৫), রাবেয়া আক্তার (২৫), শাকিল (২২) ও টিটু (৩০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪০০ পুড়িয়া হিরোইন, ৩০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে থানায় সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সর্বশেষ অভিযানে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।