ফাইল ছবি
ফেরি করে মাদক বিক্রি সময় বন্দরে ৪' শ গ্রাম গাঁজাসহ সোহেল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী সোহেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার ইউসুফ হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃতকে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ।
এর আগে গত শনিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১২ টায় বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়াস্থ আলহাজ্ব ফজলুল হকের র্পাকের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই মোহাম্মদ ফয়েজ হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রজু করেছে। যার মামলানং- ৮(১২)২৩।
থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।