শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে একই পরিবারের ৩জনসহ গ্রেপ্তার-৪

প্রকাশিত: ২৩:০১, ৭ জুন ২০২৪

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে একই পরিবারের ৩জনসহ গ্রেপ্তার-৪

প্রতীকী ছবি

বন্দরে একই পরিবারের ৩ জনসহ বিভিন্ন  ওয়ারেন্টে  ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ইস্পাহানী বাজার এলাকার কাউছার মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত ইব্রাহিম মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আনোয়ার হোসেন (৪০) ও তার বোন ফাতেমা আক্তার জোহুরা (৩১) এবং স্ত্রী কামরুন নাহার (৩৬) বন্দর থানার পাতাকাটা এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রবিউল (৩৬)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৭ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।