রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে শর্ট-সার্কিট থেকে ফ্ল্যাটে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ নভেম্বর ২০২৩

আপডেট: ১৬:৫০, ১৮ নভেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জে শর্ট-সার্কিট থেকে ফ্ল্যাটে আগুন

অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি ফ্ল্যাট বাসায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্নের আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলায় একটি ফ্লাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ধরে। এতে ওই ঘরের ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার কিছুক্ষণের মধ্যে আমাদের আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। আগুনে বাসার আসবাবপত্রে পুড়লেও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি পরে জানানো যাবে।