শনিবার, ২২ মার্চ ২০২৫

|

চৈত্র ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নদী ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ৩০ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জে নদী ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ

নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে কাঁচপুর নৌ পুলিশ । 

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের চরশিমুলপাড়া ওরিয়ন ফার্মাসিটিক্যালস সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। 

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল হালিম বলেন, শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী সংবাদ দিলে লাশটিকে উদ্ধার করে আমরা  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।