
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ গলাকেটে রোজিনা (৩৪) নামে এক নারীরকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় খেলার মাঠ থেকে রোজিনার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, এলাকাবাসীর সংবাদে লাশটি উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। তদন্ত করে বিষয়টি গুরুত্বের জন্য পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।