
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের নিচ থেকে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সে মৃত।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আনুমানিক বয়স ৩৫ বলে ধারনা করা হচ্ছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ নামে এক ব্যাক্তি জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় রক্তাক্ত জখম অবস্থায় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে আলোচনা করে মরদেহ ডেথ সার্টিফিকেট দিয়ে শাহবাগ পাঠিয়ে দিচ্ছি।