বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫০, ১৪ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পথচারী বিচারপ্রার্থী নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেহানুল ইসলাম।
নিহত ব্যক্তি মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে তিনি রূপগঞ্জ থেকে একটি চেক সংক্রান্ত মামলার বিষয়ে নারায়ণগঞ্জ আদালতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জেলা আদালতের সামনে সড়ক পার হওয়ার সময় চাষাড়া অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে এসআই রেহানুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ট্রাক ও চালক শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।