ফাইল ছবি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ‘হ্যাঁ’ ভোট ও ‘না’ ভোট বিষয়ক এক সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় ১৪ নম্বর ওয়ার্ডের বিদ্যানিকেতন হাই স্কুলের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার, নারায়ণগঞ্জ মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয়। গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে প্রতিটি ভোটারকে সচেতনভাবে হ্যাঁ ভোট ও না ভোটের তাৎপর্য বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তারা আরও বলেন, দায়িত্বশীল ভোট প্রয়োগ একটি কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত।
আলোচনায় অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক সভা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

