ফাইল ছবি
মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে ফতুল্লায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী একটি প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফ (১৮), পিতা জালাল সিকদার, স্থায়ী ঠিকানা জামালপুর জেলার সরিষাবাড়ী থানার কেন্দুয়া তালুকদারবাড়ী এবং অস্থায়ী ঠিকানা পূর্ব ইসদাইর, ফতুল্লা; রুহুল আমিন (৩৫), পিতা মৃত সিদ্দিকুর রহমান, ঠিকানা চাষাড়া রেলগেইট, ফতুল্লা; মো. আলী (৪৮), পিতা মোশাররফ পেদা, ঠিকানা ইসদাইর, ফতুল্লা; এবং সজিব (২৪), পিতা জিয়া, ঠিকানা পূর্ব ইসদাইর বুড়ির দোকান, ফতুল্লা।
তিনি জানান, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) কে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি শরিফকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর তিন আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদনসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

