জেলা প্রশাসক মো. রায়হান কবির
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গণভোটের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ পায়, যা গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে জনগণের মতামত নেওয়ার লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক বলেন, অতীতে ভোট দেওয়ার অনুকূল পরিবেশ অনেক সময়ই ছিল না। এবার জনগণ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। হ্যাঁ কিংবা না যেটিতেই ভোট দেওয়া হোক না কেন, সিদ্ধান্ত সম্পূর্ণ ভোটারের। প্রশাসনের লক্ষ্য হলো সবাইকে ভোটাধিকার প্রয়োগে সচেতন করা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম মিয়া এবং ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন।
বক্তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নির্বাচন ও গণভোট বিষয়ে বিদ্যমান ভুল ধারণা দূর করার ওপর জোর দেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটার সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

