মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাওন চত্ত্বর ঘোষণার দাবি ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২২

শাওন চত্ত্বর ঘোষণার দাবি ছাত্রদলের

পুলিশ-বিএনপি সংঘর্ষ

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত শাওন প্রধানের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শাওন চত্বর ঘোঘণার দাবী তোলেন নেতাকর্মীরা। প্রথমে এ দাবি তোলেন নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম।

এর আগে গত ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীর র্যালী বের করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন।

ছাত্রদল নেতাকর্মীরা এই হত্যার সুষ্ঠু বিচার চেয়ে বলেন, হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারআইনে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই। সেই সাথে যে স্থানে (২নং রেলগেট এলাকা) সংঘর্ষে শহীদ শাওন ভাইয়ের মৃত্যু হয় সেই স্থানকে শহীদ শাওন চত্ত্বর ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় গণতন্ত্রকামী জনগণ আজ রাজপথে নেমে এসেছে। সাধারণ মানুষ তাদের কথা বলার অধিকার চায়,তাদের বেঁচে থাকার অধিকার চায়। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার চায়, আর তাইতো গণতন্ত্র রক্ষার আন্দোলনে এবং দেশ রক্ষার আন্দোলনে রাজপথে ফয়সালা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে পথ চলছে লাখ লাখ বাঙালি।