শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বকেয়া কর পরিশোধ করে ফুলের শুভেচ্ছা পেল ১৩নং ওয়ার্ডবাসী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বকেয়া কর পরিশোধ করে ফুলের শুভেচ্ছা পেল ১৩নং ওয়ার্ডবাসী

বকেয়া কর পরিশোধ করায় বাসিন্দাদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে বকেয়া কর পরিশোধ করায় বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। 

রবিবার (১১ ফেব্রুয়ারী) নাসিকের ১৩নং ওয়ার্ডে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের প্রথম ধাপে আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

এসময় ০৫ জন করদাতার কাছ থেকে বকেয়া ১ লক্ষ ৯২ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স  আদায় করা হয়। বকেয়া কর পরিশোধ কারিদের মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে ফুল ও ধন্যবাদ পত্র তুলে দেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, নিয়মিত কর প্রদান করা সু-নাগরিকের দায়িত্ব। আমরা নিয়মিত ক্যাম্পেইন করছি বকেয়া কর আদায়ের জন্য। ১০০% কর আদায় না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। 

এসময় কাউন্সিলর খোরশেদ আরো বলেন, একটি বাসযোগ্য নগর  গড়তে আমরা সকলের সহযোগিতা চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন নাসিক সহকারী এসসোর আফজাল হোসেন, সহকারী কর আদায়কারী মোঃ আমিনুল ইসলাম ও ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু।

উল্লেখ্য ১৩নং ওয়ার্ডের ১১২ টি হোল্ডিং মালিকের কাছে ১৮ কোটি ৭ লক্ষা ৮১ হাজার ৯৭৩ টাকা বকেয়া।