বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সুচিকিৎসার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৫, ২৬ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সুচিকিৎসার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

মানববন্ধন ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় জাকির খন্দকার ভিলা নামের বাড়িতে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই বাড়ির দুটি পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের ঘটনাকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে দুর্ঘটনা আখ্যা দেয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের কেউ ঘটনাস্থল পরিদর্শন না করা এবং দগ্ধদের সরকারীভাবে সুচিকিৎসার ব্যবস্থা না করার প্রতিবাদে দগ্ধদের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে তারা৷ দুপুর ১২ টায় পাইনাদি পূর্বপাড়া থেকে ব্যানারসহ মিছিল নিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলে এসে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ  কর্মসূচি পালন করেন তারা৷

পাশাপাশি দুপুর সোয়া ১২ টা থেকে পৌনে ১ টা পর্যম্ত আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকাগামী লোকাললেনে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷  

মানববন্ধনে বক্তারা বলেন, আদমজী ফায়ার সার্ভিসের  সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ মিরন মিয়া তদন্ত না করে প্রকৃত ঘটনা আড়াল করে ভুল তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করেছে৷ ঘটনার তিনদিন পর তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ওই বাড়ির দুটি কক্ষে গ্যাসের লিকেজ পেয়েছেন৷ ঘটনার পর থেকে বাড়ির মালিক জাকির হোসেনও দগ্ধদের চিকিৎসার জন্য এগিয়ে আসেনি ও সে পালিয়ে রয়েছেন। 

বক্তারা আরও বলেন, বিষ্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়ে হাসপাতালে থাকা বৃদ্ধা তাহেরা বেগম (৬৫) এবং তার মেয়ের ঘরের ছেলে রাইয়ান মারা গেছেন। অন্য ৭ জনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।  

বক্তারা বলেন, ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও নারায়ণগঞ্জ  জেলা প্রশাসনের কেউ পরিদর্শনে আসেনি, দগ্ধদের পাশে দাঁড়ানি৷ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কোন কর্মকর্তাও আসেনি৷ 

তারা বিষ্ফোরণের সুষ্ঠু তদন্ত দাবি করে দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি জানান। সেই সাথে বাড়িওয়ালকে অবিলম্বে গ্রেপ্তারের ল ও তার ফাঁসির দাবি জানান৷ কারণ ওই বাড়িতে আরো দুবার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷  

মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল কালাম, নুর হোসেন, রাসেল, সেলিম, মোঃ বশির, হুমায়ুন ও আমজাদ হোসেন।