
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঝুলন্ত অবস্থায় শাবনাজ (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগষ্ট) ভোরে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শাবনাজ (১২) লক্ষীপুর জেলার কমলনগর থানার ফয়েজ আহমেদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, অজ্ঞাত কারণে ভাড়া বাসার আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শিশু শাবনাজ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।