
বিক্ষোভ মিছিল
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগষ্ট) চাষাঢ়া শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, নূর ভাইকে অনেকে বলেন বিকাশ নূর মোসাদ নূর। আমরা বাঙালি জাতি দুইটা রাজনৈতিক দলকে জানি আর কাউকে জানি না। নূর গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। যে মানুষের অধিকারের জন্য বলিষ্ঠ কন্ঠে কথা বলে গিয়েছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনে এখনও দোসররা লুকিয়ে আছে। তাদের বের করতে হবে। সুবিচার সুশাসন নিশ্চিত করতে হবে। প্রশাসন নিরপেক্ষ না হলে দেশ সভ্য হবে না। আওয়ামী লীগের অক্সিজেন ছিল জাপা। জিএম কাদেরকে গ্রেপ্তারসহ এই জাপার নিবন্ধন বাতিল করতে হবে।
এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।