রোববার, ৩১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নুরুর উপর হামলায় জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১০, ৩০ আগস্ট ২০২৫

নুরুর উপর হামলায় জামায়াতের নিন্দা

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

শনিবার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন  এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়। এতে গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী।

মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এই হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসিবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছিল, বর্তমানে একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে।

বিবৃতিতে অবিলম্বে জাতীয় পার্টি ও তাদের নেতাদের বিচারের আওতায় আনা এবং হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।