শনিবার, ৩০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ২৯ আগস্ট ২০২৫

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

মশাল মিছিল

ঢাকায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

শুক্রবার (২৯ আগষ্ট) রাতে শহরের জামতলা এলাকা থেকে এই মশাল মিছিল বের করেন তারা। 

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা জাতীয় পার্টির উপর ভর করেছে। আজ জাতীয় পার্টির ও আওয়ামী লীগের দোসররা যেভাবে ভিপি নূর ভাইয়ের উপর হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনের সময় যে হামলা হয়েছে তা নজিরবিহীন। গণঅভ্যুত্থানের নায়ক ভিপি নূরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এর জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা যখন মিছিল নিয়ে আমাদের কার্যালয়ের দিকে আসছিলাম তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা পেছন থেকে আমাদের উপর হামলা করে। আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এই জাতীয় পার্টি ছিল তাদের অক্সিজেন। একটি দলের প্রধানের ওপর হামলা সাধারণ বিষয় নয়। এর পেছনে কী আছে তা খতিয়ে দেখতে হবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে শুক্রবার রাতে বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের সময় নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। এসময় নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। নূরকে গুরুতর আহত অবস্থায় নূরকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।