
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া জনৈক কামরুজ্জামান জুয়েলের মালিকানাধীন "বেঙ্গল টেক" নামক গার্মেন্টস এক্সেসরিজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা।
শুক্রবার (২৯ আগষ্ট) সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এসময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস আদমজী নগর স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ারসার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ারসার্ভিস কর্মীরা এসময় ফ্যাক্টরি থেকে আনুমানিক এক কোটি টাকার মালামাল উদ্ধার করে।