
ফাইল ছবি
গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ।
আজ বিকেলে এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নূরুল হক নূরের ওপর হামলার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া যায়। প্রশাসনের সামনে তাদের উপস্থিতিতে নুরুকে রক্তাক্ত করা হলো এটার জবাব কিন্তু প্রশাসনকে জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
নেতৃদ্বয় বলেন, একটা মানুষকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা, নাকের হাড় ভেঙ্গে চুরমার করে দেয়া কোন সভ্যা মানুষের কাজ নয়। অনতিবিলম্বে এই হতাহতের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় শান্তিকামী জনগণ রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে।