রোববার, ৩১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই : রুবেল হোসাইন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ আগস্ট ২০২৫

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই : রুবেল হোসাইন 

প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ৩০ আগস্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, কর্মীদের আদর্শিক চেতনা জাগ্রত করা এবং নেতৃত্বে দক্ষ করে তোলার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন রানা এবং সঞ্চালনা করেন ইউনিয়নের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমাদ কবীর ৷ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ রুবেল হোসেন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই। আদর্শিক, সৎ ও দক্ষ কর্মী ছাড়া কোনো সংগঠন শক্তিশালী হতে পারে না। ইসলামী আন্দোলনের কর্মীদের অবশ্যই ইসলামী আদর্শে দৃঢ় থেকে জাতির সামনে বিকল্প নেতৃত্বের চিত্র তুলে ধরতে হবে।”

সভাপতির বক্তব্যে আলহাজ্ব শাহাদাত হোসেন রানা বলেন, প্রশিক্ষণ ছাড়া কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিটি কর্মীকে নিয়মিত শিক্ষা, শৃঙ্খলা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। তবেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।”

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবর্তনের মাধ্যমে সমাজে ন্যায় ও নৈতিকতার পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করছে। এজন্য প্রত্যেক কর্মীকে যোগ্য নেতৃত্ব, কর্মনিষ্ঠা, ত্যাগ ও সৎ চরিত্রের মাধ্যমে জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
কর্মশালায় ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, দায়িত্বশীল ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রশিক্ষণ নির্ভর আলোচনায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশ।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়নের  সহ-সভাপতি, মুফতি ইমদাদুল হক, সহ-সভাপতি হাজী মুক্তার হোসাইন, সেক্রেটারি এম. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, প্রকাশনা ও অর্থ সম্পাদক আকতার হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ৷