
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে গোসল কতে নেমে ডুবে মাদ্রাসা ছাত্র সালমানের (১৬) মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগষ্ট) সকালে রূপগঞ্জের তারাব পৌরসভা তারাব বিশ্বরোড সংলগ্ন মারকাসুল মসজিদের পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত সালমান সালমান (১৬) বরাব এলাকার আনোয়ার কন্ডাক্টরের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, সালমান মাদ্রাসার ছাত্র। সকালে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরে পুলিশ একটি লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তারাব পৌরসভায় এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।