রোববার, ৩১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০১, ৩০ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ 

শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইউনাইটেড নীটওয়্যার লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা।

শনিবার (৩০ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা লেনের বউবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এসময় গার্মেন্টসের সামনে তিন শতাধিক শ্রমিক ও কর্মচারীরা তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বেতন ভাতা পরিশোধের দাবী জানায়।

নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার (এসপি) সেলিম বাদশা জানান, বকেয়া বেতনের জন্য শ্রমিকেরা বিক্ষোভ করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। বর্তমানে গার্মেন্টসটিতে কাজ বন্ধ রয়েছে।