রোববার, ৩১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৫, ৩০ আগস্ট ২০২৫

রূপগঞ্জে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের মশাল মিছিল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৭টা ২০ মিনিট থেকে ৮টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া গোলচত্বর থেকে ভুলতা বাসস্ট্যান্ড মসজিদ এলাকা পর্যন্ত এ কর্মসূচি পালন করে স্থানীয় গণ অধিকার পরিষদ।

প্রায় ২০ থেকে ৩০ জন নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মশাল মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খান, দপ্তর সম্পাদক মো. ওয়াসিম এবং আইন বিষয়ক সম্পাদক রিপন মিয়া। তারা ভিপি নুরের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইন্ধনেই জাতীয় পার্টি (জাপা) এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। 

তারা বলেন, নুর ভাইয়ের উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেতারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা জাপা এখন ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। পরিকল্পিতভাবে নুরুল হক নুরের মতো জুলাই আন্দোলনের প্রথম সারির নেতার উপর আক্রমণ করা হয়েছে। 

বক্তৃতার একপর্যায়ে তারা বিভিন্ন স্লোগান দেন, ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেবো না।, ভিপি নুরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।, আপা গেছে যেই পথ, জাপা যাবে সেই পথে।