রোববার, ৩১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ৩০ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়ারচর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
 
শনিবার (৩০ আগষ্ট) রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড় বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লা থানার শিয়াচর  বড়বাড়ী এলাকার আমির হোসেনের স্ত্রী রোকছানা (৫০) ও মেয়ে লামিয়া(২২)। 

স্থানীয়রা জানায়, বাড়ির পিছনে জমে থাকা পানি সেচার জন্য মটর লাগিয়েছিল। শনিবার রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরের বিদ্যুত দিয়ে সেই মটর চালু করতে যায় নিহত রোকছানা বেগম। মোটরে হাত দেওয়া মাত্র তখন বিদ্যুতায়িত হয় রোকছানা বেগম। বিষয়টি বুঝতে পেরে মাকে বাচাঁতে এগিয়ে আসে মেয়ে লামিয়া। তখন সেও বিদ্যুতায়িত হয়। 

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের কে মৃত্যু ঘোষনা করে। মা-মেয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।