বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নাশকতার বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের সময়ে ফতুল্লাকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি আর হামলা-মামলার মাধ্যমে ফতুল্লার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল।
তিনি আরও বলেন, আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে বেড়াচ্ছে, অথচ বিএনপির নেতাকর্মীরা এখানেই অটল থেকে লড়াই করে যাচ্ছে। এই ফতুল্লায় কেউ অঘটন ঘটানোর দুঃসাহস দেখালে আওয়ামী লীগের একজন কর্মীকেও ছাড় দেওয়া হবে না।
সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় প্রদক্ষিণ করে পুনরায় ফতুল্লায় এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী,যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু, শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী, কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী প্রমুখ।

