ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমীর হলফনামায় তার আয় ও সম্পদের সংক্ষিপ্ত চিত্র উঠে এসেছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১ কোটি ৭২ লাখ ৯১ হাজার ২৪১ টাকা।
হলফনামার তথ্যে দেখা যায়, মনির হোসেন কাসেমীর বাৎসরিক আয় ১০ লাখ ২০ হাজার টাকা। তার নামে নগদ অর্থ রয়েছে ২ লাখ ৬৪ হাজার ২২৬ টাকা। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৩৭৮ টাকা।
অস্থাবর সম্পদের অংশ হিসেবে তার নামে ৬ লাখ টাকার কোম্পানি শেয়ার রয়েছে। এছাড়া তার কাছে ৩৫ ভরি সোনা রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।
স্থাবর সম্পদের ক্ষেত্রে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার নামে ৩২ দশমিক ৭৪ শতাংশ অ কৃষি জমি রয়েছে। এসব জমির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ২ হাজার বর্গফুট আয়তনের একটি আবাসিক ভবন, যার মূল্য ২৭ লাখ ১৭ হাজার ২১৫ টাকা।
হলফনামায় কোনো ঋণ বা দায়ের তথ্য উল্লেখ করা হয়নি। ঘোষিত তথ্যে দেখা যায়, জমি ও আবাসিক ভবন মিলিয়ে স্থাবর সম্পদই তার মোট সম্পদের বড় অংশ জুড়ে রয়েছে।

