বেগম খালেদা জিয়ার জানাজা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে রেজা রিপন বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন। সারা বাংলাদেশ তার কথা জানে। সারা বিশ্বের মানুষ আজ তাকে স্মরণ করছে। তিনি আমাদের জন্য দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

