বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ৩০২৫

না.গঞ্জে জামায়াতের সমাবেশ ছিল আলোচিত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৬, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪৩, ১ জানুয়ারি ২০২৬

না.গঞ্জে জামায়াতের সমাবেশ ছিল আলোচিত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পরে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর শফিকুর রহমান।

৭ ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয়। জনসভায় জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে মন্তব্য করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, তারা সব ক্ষতিগ্রস্ত করেছে। তারা পার্লামেন্ট, নির্বাহী বিভাগ, বিচার বিভাগসহ সবগুলোকে ধ্বংস করেছে।

দেশের চলমান পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগকে দায়ী করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘গত ৫ আগস্টে পালিয়ে যাওয়ার পর দেশের জনগণ মনে করেছিলেন, তাঁদের জুলুম ও দুঃশাসন থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু তাঁরা পালিয়ে গিয়েও দুই–এক দিন আগে দেশকে অস্থিতিশীল করার জন্য মাঝেমধ্যে উসকানিমূলক কর্মকাণ্ড করেন। এ দেশের হাজার হাজার মানুষ খুন-গুম হলেন, পঙ্গু হলেন সেই সময় আপনারা যদি উসকানি দেন, এটা কি বাংলাদেশের মুক্তিকামী মানুষ মেনে নেবেন? উসকানির কারণে যত পরিবেশের সৃষ্টি হবে, এর দায় উসকানিদাতাকেই নিতে হবে।’

গত ১৫ বছরে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতায় থাকতে তাঁরা সুন্দর সুন্দর কথা বলতেন। তাঁরা পালিয়ে যাওয়ার পর আত্মগোপন ও জেলে ঢোকায় তাঁদের অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, জনগণের কাছ থেকে চুরি করে পাচার করা টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে।’

গত ৫৪ বছরে জাতিকে বিভিন্নভাবে ভাগ-বিভক্ত এবং টুকরা টুকরা করে বিভক্ত করে রাখা হয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সুকৌশলে এটি করেছে। আমরা সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিশ্বাস করি না। আমরা অহিংস ও সম্প্রীতির বাংলাদেশ চাই।’ চাঁদাবাজি, দখলদারি, ঘুষ–দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টে এতগুলো প্রাণ দেওয়ার পর কেন অপকর্ম হবে? মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন। এসব ধান্দাবাজি থেকে সরে না এলে তরুণ প্রজন্ম কিন্তু আপনাদের ছেড়ে দেবে না।’

বক্তব্যে নারায়ণগঞ্জে শামীম পরিবারের সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরে জামায়াতের আমির বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। জামায়াতের আমির গোলাম আযমকে সাইনবোর্ড লাগিয়ে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছিল। যিনি (শামীম ওসমান) নিষিদ্ধ করেছেন, তিনি এখন কোথায়?