বেগম খালেদা জিয়ার জানাজা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে খোরশেদ বলেন, খালেদা জিয়া আমাদের মা, আমাদের অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে আজ আমরাও এতিম হয়ে গেলাম। আমাদের নেতা তারেক রহমানই এখন আমাদের নেতা। আমৃত্যু তার নেতৃত্বে ও নির্দেশনা মোতাবেক সবসময় কাজ করবো। এই ক্ষতি অপূরনীয়।

